ভুলে যাবো ভুলে যাবো কতদিন যে ভাবলাম...
অথচ তোমায় ভাবতে ভাবতে
আজকাল নিজেকেই ভু'লতে বসেছি!
তবুও তোমায় ভু'লতে পারিনি।
"সে হাসি" সেই প্রিয় মুখ,
যেন লেপ্টে আছে দু'চোখের পাতায়
আমি যতই দূরে যেতে চাই
যেন আরো কাছে টেনে নেয় তোমার মায়া।
ঠোঁটের নিচে সেই কালো তিল
মৃদু হাওয়ায় বিরক্ত করা চুল
তোমায় দূর থেকে অপলক তাকিয়ে দেখার তৃষ্ণা
আমায় শুধু ভাবিয়েছে,
উপহার দিয়েছে আমায়
চোখের নিচে আকাশের কালো মেঘ।
তোমাকে ভু'লতে গিয়ে
অনেক রাত হা'রিয়েছি দু'চোখের ঘুম
একা একা চাঁদ দেখেছি
আর হেসেছি তোমায় ভেবে
ভেবেছি চাঁদের প্রতিও মানুষের একটা ভালোবাসা আছে
কেউ তো তাকে পায় না তবুও তো ভালোবাসে!
এমন ভালোবাসায় অপূর্ণতায়ও তৃপ্তি থাকে।
তাই এ জনমে আর তোমায় ভোলা গেলো না।
লেখা : শাহরিয়ার শরীফ
আপনাকে অনেক ধন্যবাদ 'ভুলে যাবো ভুলে যাবো' | ভালোবাসার কবিতা | রোমান্টিক কবিতা এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।
