রিমঝিম বৃষ্টিতে খুব
মনে পড়ে তোকে,
প্রতি ফোটায় ছুঁয়ে দিতে চাই
দেহের আকে বাঁকে।।।।
বৃষ্টি হলে ছটফটা করে মন
থেকে একা ঘরে বন্দি,
ছুটে পালিয়ে যেতে চায়
করতে তোর সাথে সন্ধি ।।।।
ভালোবেসে আদর দিব
বুকে থাকবে চুপটি করে,
শিহরিত উষ্ণ ছোঁয়ায়
রাখবো বুকে চেপে ধরে ।।।
শত চেয়েও ব্যর্থ এ মন
পারে না তোকে ছুয়ে দিতে,
অস্থিরতায় কাটের সময়
তোর মিষ্টি ছোয়া নিতে ।।।।
কাছে পাওয়ার তীব্র নেশায়
মাতাল হয়ে থাকি,
এ হৃদয়ের যত্ন করে তখন
তোরই ছবি আঁকি ।।।।
হৃদয় আকা সে ছবির সাথে
করি মধুর আলাপন,
অন্যরকম অনুভূতিতে
ডুবে যায় আমার এ মন ।।।।
ভালোবাসার সুখ কুড়াবো
আদুরি তুই আর আমি মিলে,
ভালোবাসার সাগর দেব
এ বুকে তুই জায়গা করে নিলে ।।।।।
মাতাল করা অনুভূতি তুই
তুই যে আমার নেশা,
সেই নেশাতে উন্মাদনায়
তোরই কাছে আসা ।।।।।।
বুকের মাঝে তপ্ত শ্বাস
ছুঁয়ে যখন যায়,
ভালবাসার পূর্ণ সুখ
এর হৃদয়টা খুঁজে পায় ।।।।।
আপনাকে অনেক ধন্যবাদ বৃষ্টির দিনের রোমান্টিক কবিতা - রিমঝিম বৃষ্টি এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।
