কোনো এক বৃষ্টি মুখর দিনে,
চলো আমরা চুকিয়ে নেই
নিজেদের সকল মান-অভিমান।
মিটিয়ে নেই দূরত্বটা
নিজেদের ভালোবাসাটুকু দিয়ে।
ঝুমবৃষ্টিতে মেতে উঠি
প্রথম দিনের প্রেমিক-প্রেমিকাদের মতো।
বইতে থাকা অবাধ্য বাতাসের মতো
হয়ে যাই নিজেরাও অবাধ্য।
কি লাভ বলো,
ভেতরে ভেতরে এতো মানঅভিমান পুষে রেখে?
কি উপকার হবে বলো
নিজেদের মাঝে দূরত্বের দেয়াল তৈরি করে
দু'জন দু'জনাকে দূরে রেখে?
একা তো জীবন চলে না।
কাউকে তো সেই আবার জড়াতে হবে জীবনে।
তার চেয়ে বরং নিজেরা একটু নত হলাম।
বাচিঁয়ে নিলাম সম্পর্কটাকে।
তুমুল ঝগড়া,
ভীষণ কথা কাটাকাটি সব তোমার সাথে হোক।
দিনশেষে হাজারো লড়াইয়ের পরেও
তুমি শুধু একান্ত আমার হয়ে থেকো।
আমার ঠিকানা বলতে লোকে একনামে তোমায় জানুক,
সবশেষে তোমার উপরও শুধু আমার অধিকার চলুক।
.
.
_রুসমিতা বিনতে মেহেদী
আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসার কবিতা - কোনো এক বৃষ্টি মুখর দিনে - রোমান্টিক কবিতা এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।