
হঠাৎ দেখে তোমায়,
তোমার মেঘ কালো ঐ চুলে,
চোখেরই কাজলে
মন আমার অজান্তেই হারায়।
কি মায়া কি যাদু ঐ দৃষ্টিতে তোমার,
পলক যেনো পড়ে না,
যতো দেখি তত ভালো লাগে
মুগ্ধতা যেনো দৃষ্টি ছাড়ে না।
আমি এভাবেই এক জীবন কাটিয়ে দিতে চাই
থাকো শুধু যদি দৃষ্টির কাছাকাছি,
চাইনা অন্য কিছু আর তুমি হও যদি আমার
দেখবে আমি হৃদয়ের কাছেই আছি।
লেখা : শাহরিয়ার শরীফ
আপনাকে অনেক ধন্যবাদ মন আমার অজান্তেই হারায়। রোমান্টিক কবিতা | ভালোবাসার কবিতা এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।